গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল।
(স্থানীয় সরকার শাখা)
ক্রমিক নং
|
সেবার নাম
|
প্রয়োজনীয় সর্বোচ্চ সময় (ঘন্টা/দিন/মাস)
|
প্রয়োজনীয় কাগজপত্র |
কাগজপত্র প্রাপ্তির স্থান
|
সেবামূল্য/ফি/চার্জেস (ট্রজারী চালানের খাত বা কোডসহ কখন, কিভাবে জমা দেওয়া যাবে তার উল্লেখ থাকতে হবে।
|
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার (কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা, উপজেলা কোডসহ টেলিফোন/মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস উল্লেখ করতে হবে। |
উর্ধ্বতন কর্মকর্তার যার কাছে অভিযোগ জানানো/আপীল করা যাবে(কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা, উপজেলা কোডসহ টেলিফোন/মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস উল্লেখ করতে হবে। |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
(৮) |
|
ইউনিয়ন পরিষদের সচিবগণের নিয়োগ, বদলী, পদোন্নতি, টাইমস্কেল, পিআরএল প্রদান ও আনুতোষিক ভাতাদির যাবতীয় কার্যক্রম সম্পাদন। |
--
|
পদোন্নতি নেই, টাইম স্কেলের জন্য ৩ বছরের এসিআর ও ইউএনও এঁর সুপারিশ এবং চাকুরি বহি সমেত্মাষ জনক থাকলে নির্ধারিত কমিটির মাধ্যমে সিদ্ধামত্ম গ্রহণ। |
সংশিস্নষ্ট ইউএনও অফিস |
প্রযোজ্য নহে।
|
সহকারী কমিশনার (মূল্যায়ন) স্থানীয় সরকার টাঙ্গাইল। ফোন-০৯২১-৬২৯২৮ |
উপ পরিচালক স্থানীয় সরকার, টাঙ্গাইল ০৯২১-৬২১১৪। |
|
গ্রাম পুলিশদের (দফাদার/মহল্লাদার) বেতন ভাতাদি, নিয়োগ, পোশাক ও সরঞ্জামাদি সরবরাহ সংক্রামত্ম সেবা। |
২১ দিন
|
পিপিআর, ২০০৮ মোতাবেক উম্মুক্ত টেন্ডারের মাধ্যমে যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করা হয়। |
প্রযোজ্য নহে।
|
|||
|
ইউ, পি কমপেস্নক্স ভবন নির্মাণ কার্যক্রম সংক্রামত্ম সেবা। |
---
|
সংশিস্নষ্ট ইউএনও অফিস হতে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রসত্মাব প্রাপ্তির পর কার্যক্রম গ্রহণ করা হয়। |
সংশিস্নষ্ট ইউএনও অফিস |
|||
|
স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রণাধীন অফিসসমূহের অডিট আপত্তি সংক্রামত্ম।
|
৭ দিন
|
সংশিস্নষ্ট ইউএনও অফিস হতে চাহিত ব্রডশীট জবাব ও প্রয়োজনীয় কাগজ পত্রাদি প্রাপ্তির পর একমত পোষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়। |
সংশিস্নষ্ট ইউএনও অফিস |
|||
|
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রম্নতি/ নির্দেশনা বাসত্মবায়ন সংক্রামত্ম অগ্রগতির পাক্ষিক প্রতিবেদন প্রেরণ। |
১৫ দিন পর পর |
-- |
প্রযোজ্য নহে।
|
|||
|
এলজিএসপি-২ সংক্রামত্ম যাবতীয় কার্যক্রম। (সকল প্রকার উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও ভ্যাট প্রদানের বিষয়টি নিশ্চিতকরণ এবং অডিট সংক্রামত্ম কার্যক্রম) |
--
|
সরকারি বিধি বিধান মোতাবেক যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়। |
সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ অফিস |
|||
|
উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়নের সাথে যোগাযোগসহ অন্যান্য যাবতীয় কার্যক্রম। (উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যগণ এবং পৌর কাউন্সিলরদের ছুটি সংক্রামত্ম কার্যক্রম) |
৭ দিন |
পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল এর প্রত্যয়ন পত্র, ছুটিকালীন সময়ে দায়িতব প্রাপ্ত জনপ্রতিনিধির নাম ও ঠিকানা উলেস্নখপূর্বক কার্যবিবরণী সংযুক্ত করতে হবে। |
সংশিস্নষ্ট ইউএনও অফিস |
|||
|
সকল পৌরসভা মূল্যায়ন ও পরিদর্শন সংক্রামত্ম। |
৪৫ দিন |
বিগত অর্থবছরের উন্নয়নমূলক কর্মকান্ডের কাগজাদিসহ মূল্যায়ন ফরম মোতাবেক অন্যান্য যাবতীয় কাগজ পত্র মূল্যায়ন করা হয়। |
সংশিস্নষ্ট পৌরসভা |
|||
|
সকল ইউপি মূল্যায়নের প্রতিবেদন প্রতিস্বাক্ষরান্তে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ এবং পরিদর্শন সংক্রামত্ম। |
৪৫ দিন |
বিগত অর্থবছরের উন্নয়নমূলক কর্মকান্ডের কাগজাদিসহ মূল্যায়ন ফরম মোতাবেক অন্যান্য যাবতীয় কাগজ পত্র সংশিস্নষ্ট ইউএনও কর্তৃক মূল্যায়ন পূর্বক প্রতিস্বাক্ষরের জন্য এ অফিসে প্রেরণ এবং প্রতিস্বাক্ষরান্তে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়। |
সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ অফিস |
|||
|
বিভিন্ন বিভাগ/ দপ্তরের উন্নয়নমূলক কাজের দরপত্র সিডিউলসহ সকল উপজেলা ও সকল পৌরসভার হাট-বাজারের সিডিউল গ্রহণ ও বিক্রয় সংক্রামত্ম কার্যক্রম। |
দরপত্রে উল্লেখিত নির্ধারিত সময় |
বিভিন্ন বিভাগ/ দপ্তর কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত উম্মুক্ত দরপত্র আহবান করে বিক্রয়ের জন্য প্রেরণ করা হয়। |
সংশিস্নষ্ট বিভাগ/ দপ্তর প্রধানের অফিস |
|||
|
পৌর মেয়র, ওয়ার্ড কমিশনার, ইউপি চেয়ারম্যান এর বিরম্নদ্ধে আনীত অভিযোগ নিস্পত্তিকরণ। |
-- |
অভিযোগ প্রাপ্তির পর বিধি মোতাবেক সকল কার্যক্রম গ্রহণ করা হয়। |
সংশ্লিষ্ট পৌরসভা |
|||
|
ইউপি সচিবের বিরম্নদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তিকরণ সেবা। |
-- |
অভিযোগ প্রাপ্তির পর বিধি মোতাবেক সকল কার্যক্রম গ্রহণ করা হয়। |
সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ অফিস |
|||
|
সার্বজনীন জনম নিবন্ধণ কার্যক্রম এবং জনম-মৃত্যু নিবন্ধণ কার্যক্রমের ত্রৈমাসিক প্রতিবেদন প্রেরণ সংক্রামত্ম।
|
প্রতি এপ্রিল, জুলাই, অক্টোবর ও জানুয়ারি মাসের ১৭ তারিখ। |
প্রতি ৩ মাস পর পর ইউএনও অফিস হতে সংগ্রহ করার পর বিভাগীয় কমিশনার অফিসে ত্রৈমাসিক রিপোর্ট প্রেরণ করা হয়। |
সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ অফিস |
|||
|
নৃতাত্মিক জনগোষ্ঠী সম্প্রদায়ভূক্তদের জেলা প্রশাসক মহোদয় কর্তৃক সনদ প্রদান। |
১ দিন |
সংশিস্নষ্ট ইউএনও’র মাধ্যমে জনম নিবন্ধন, ওয়েল ফেয়ার সনদ এবং নির্ধারিত ফরম পাওয়ার পর কার্যক্রম গ্রহণ করা হয়। |
সংশ্লিষ্ট ইউএনও অফিস |
|||
|
বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা বাবদ অর্থবছরে প্রকল্প প্রসত্মাব ও অন্যান্য কার্যক্রম। (নৃতাত্তিক জনগোষ্ঠি) |
-- |
বরাদ্দ প্রাপ্তির পর বিধি মোতাবেক সকল কার্যক্রম গ্রহণ করা হয়। |
সংশিস্নষ্ট ইউএনও অফিস |
|||
|
কৃষি পুনর্বাসন কার্যক্রম। (সার ও বীজসহ অন্যান্য দ্রব্যাদি বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ সংক্রামত্ম) |
-- |
বিধি মোতাবেক জরম্নরী ভিত্তিতে ইউএনও/ উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে দ্রম্নত সময়ে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল। |
|||
|
জেলা সকল হাট বাজারের টোল রেইট প্রণয়ন সংক্রামত্ম।
|
৫ বছর |
প্রতি পাঁচ বছর পর পর উপজেলা ও পৌরসভা হতে সংগ্রহ করে জেলা কমিটির মাধ্যমে টোল রেইল নির্ধারণ করা হয়। |
সংশ্লিষ্ট ইউএনও অফিস এবং সকল পৌরসভা অফিস |
|||
|
জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়নের সাধারণ নির্বাচনের আংশিক কার্যক্রম।
|
-- |
বর্তমানে জেলা নির্বাচন অফিসের মাধ্যমে সকল নির্বাচন কার্যক্রম সুসম্পন্ন হচ্ছে। |
জেলা নির্বাচন অফিস |
|||
|
একটি বাড়ী একটি খামার প্রকল্প বাসত্মবায়ন, সিএলপি, পারষ্পরিক শিখণের আংশিক কার্যক্রম। |
-- |
--
|
বিআরডিবি, অফিস |
|||
|
যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ সংক্রামত্ম বিবিধ কার্যক্রম |
-- |
-- |
-- |
|||
|
ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাগণের বিবিধ কার্যক্রম সংক্রামত্ম |
-- |
-- |
সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ অফিস |
|||
|
কোরবানির সময়ে পশু জবাইয়ে শৃঙখলা আনয়নের জন্য বিশদ কর্মপরিকল্পনা সংক্রামত্ম |
-- |
-- |
সকল পৌরসভা অফিস |
|||
|
জনম সনদ প্রদানের ৯০(নববই) দিন অতিক্রামত্ম হবার পর জনম সনদ সংশোধন আবেদন প্রতিস্বাক্ষরকরণ। |
৩ দিন |
পূর্বের জনম সনদ এবং সংশোধনের ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রমাণক থাকতে হবে। |
সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ অফিস এবং সংশিস্নষ্ট পৌরসভা অফিস |
প্রযোজ্য নহে।
|
সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক দেয় সনদ পত্র সংশোধনের ক্ষেত্রে সংশিস্নষ্ট ইউএনও কর্তৃক এবং পৌরসভা কর্তৃক দেয় সনদ পত্রের ক্ষেত্রে উপ পরিচালক, স্থানীয় সরকার, টাঙ্গাইল কর্তৃক প্রতিস্বাক্ষর। |
উপ পরিচালক স্থানীয় সরকার, টাঙ্গাইল ০৯২১-৬২১১৪। |
|
মৃতু সনদ প্রদানের ৯০(নববই) দিন অতিক্রামত্ম হবার পর জনম সনদ সংশোধন আবেদন প্রতিস্বাক্ষরকরণ। |
৩ দিন |
পূর্বের মৃত্যু সনদ এবং সংশোধনের ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রমাণক থাকতে হবে। |
||||
|
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যগণ এবং পৌর কাউন্সিলরদের বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান |
১৫ দিন
|
পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল এর প্রত্যয়ন পত্র, ছুটিকালীন সময়ে দায়িতব প্রাপ্ত জনপ্রতিনিধির নাম ও ঠিকানা উলেস্নখপূর্বক কার্যবিবরণী সংযুক্ত করতে হবে। |
|
সহকারী কমিশনার (মূল্যায়ন) স্থানীয় সরকার টাঙ্গাইল। ফোন-০৯২১-৬২৯২৮ |
||
|
ইউনিয়ন পরিষদ সচিবদের পাসপোর্ট ইস্যু/ নবায়নের ছাড় পত্র প্রদান |
১৫ দিন |
-- |
|
|||
|
শাখা সংক্রামত্ম বিবিধ সেবা। |
-- |
-- |
|
0
১। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটি/স্যানিটেশন কমিটি/জন্ম-নিবন্ধন, যৌতুক ও বাল্য-বিবাহ
নিরোধ কমিটির সভা সংক্রান্ত।
২। জন্ম-নিবন্ধন, যৌতুক ও বাল্য-বিবাহ নিরোধ সম্পর্কিত অগ্রগতি প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত।
৩। ইউনিয়ন পরিষদে সচিব নিয়োগ/ বদলী সংক্রান্ত কার্যক্রম ।
৪। ইউঃ পি চেয়ারম্যান/ সদস্যদের সম্মানী ভাতা সংক্রান্ত বিষয়াদি ।
৫। গ্রাম পুলিশদের পোষাক, সরঞ্জামাদি ও বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি।
৬। শাখার পত্র গ্রহণ, নিবন্ধন ও কার্যক্রম গ্রহণ সংক্রান্ত।
৭। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিবিধ বিষয়াদি ।
৮। জেলা প্রশাসক সম্মেলন সংক্রান্ত বিষয়াদি ।
৯। কৃষি পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত।
১০। ইউনিয়ন পরিষদের বাৎসরিক বাজেট অনুমোদন।
১১। নিঃস্ব ও বেওয়ারিশ লাশ দাফন সংক্রান্ত।
১২। ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম মূল্যায়ন ও পরিদর্শন সংক্রান্ত ।
১৩। উপজেলা ও ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনাদি নিলাম সংক্রান্ত।
১৪। পল্লী প্রগতি সংক্রান্ত।
১৫। বিভিন্ন বিভাগের সাথে পত্রালাপ সংক্রান্ত।
১৬। বিভিন্ন বিষয়ে যাচিত প্রতিবেদন সংগ্রহ, সংরক্ষণ ও প্রেরণ সংক্রান্ত।
১৭। বিবিধ।
কক্ষ নম্বর ১০৫,জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস