Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

 

 

 

শ্রদ্ধাবনত চিত্তে আমরা স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে; তাঁর জীবনব্যাপী অসামান্য ত্যাগ আর নেতৃত্বে আমরা পেয়েছি বাংলাদশ নামে সার্বভৌম ভূখণ্ড, পেয়েছি একটি স্বাধীন দেশের মুক্ত বাতাসে শ্বাস গ্রহণের সুযোগ। আমরা শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইল জেলাসহ সমগ্র দেশের পবিত্র মাটিতে ঘুমিয়ে থাকা সকল বীর শহিদদের, শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাগণকে। গভীর শ্রদ্ধা জানাই ১৯৭৫ এর ১৫ অগাস্ট শাহাদাতবরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদ সদস্যকে।

জেলা প্রশাসক টাঙ্গাইল হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য বিশেষ সম্মানের। আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূতিকাগার, তারও আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ফকির সন্ন্যাসী বিদ্রোহের অংশ হয়ে ওঠা, লোকসংস্কৃতি আর ঐতিহ্যের অনন্য উদাহরণ আমাদের এই টাঙ্গাইল জেলা। ধনবাড়ি থেকে শুরু করে নাগরপুর পর্যন্ত এ জেলার পথে প্রান্তরে বিস্তৃত হয়ে রয়েছে আমাদের পূর্বপুরুষ বীর মুক্তিযোদ্ধাদের দ্বারা পাকিস্তানী অপশাসনের সকল বৈষম্যের বিরুদ্ধে অসমসাহসী প্রতিরোধের গৌরবময় বীরত্বগাথা, ছড়িয়ে রয়েছে প্রাচীন পাল আমল সেন আমলের অমূল্য স্মৃতিচিহ্নসমূহ, সম্পৃক্ত রয়েছে নানাবিধ লোক ঐতিহ্যের মূল্যবান স্মারক। আবহমানকাল ধরে এ জেলার তাঁতশিল্প, কাঁসা ও পিতল শিল্প, মিষ্টি ও মিষ্টিজাত খাদ্যদ্রব্য ইত্যাদি সারাদেশে সকলের নিকট সমাদৃত হয়ে চলেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারাটি জীবন দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তাঁর পিতার আদর্শ ধারণ করে এ দেশকে এক অপ্রতিরোধ্য উন্নয়ন অভিযাত্রায় শামিল করেছেন; সেই একই ধারাবহিকতায় জেলা প্রশাসন টাঙ্গাইল জেলার সকল মানুষের স্মার্ট, উন্নত জীবনযাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য নিরলস কাজ করছে।

সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো বিধি-বিধানের আলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার অংশ হিসেবে স্মার্ট টাঙ্গাইল নির্মাণ করার জন্য বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সবাইকে সাথে নিয়ে আমরা টাঙ্গাইল জেলার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ইত্যাদি বিষয়ে অর্থবহ ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। আমাদের  এই আন্তরিক প্রচেষ্টায় জেলা প্রশাসন, টাঙ্গাইল সকলের সহযোগিতা প্রত্যাশা করে।


জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক।


মো: কায়ছারুল ইসলাম
জেলা প্রশাসক
টাঙ্গাইল।

সর্বশেষ আপডেট: ১০.০৮.২০২৩