Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাধারণ শাখা
বিস্তারিত

কালেক্টরেট এর শাখাগুলোর মধ্যে সাধারণ শাখা একটি গুরুত্বপূর্ণ শাখা


নাগরিক সেবা

ক্রমিক নং

সেবার বিবরণ

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

০১.

জাতীয় ও

আন্তর্জাতিক দিবস উদ্যাপন

প্রস্ত্ততিমুলক সভা আহবানের মাধ্যমে কর্মপরিকল্পনা নির্ধারণ পূর্বক (প্রয়োজনে কমিটি/উপকমিটি গঠন পূর্বক) জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

-

-

০২.

এনজিও বিষয়ক কার্যক্রম

মাসিক সভার মাধ্যমে এনজিওদের সামাজিক কল্যাণে উব্ধুদ্ধকরণ ও তাদের কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

-

-

০৩.

মুক্তিযুদ্ধ বিষয়ক কার্যক্রম

মৃত মুক্তিযোদ্ধাদের দাফন কাফন বাবদ প্রাপ্ত বরাদ্দ তাদের পরিবারের নিকট প্রদান এবং মুক্তিযোদ্ধা-দেরবিষয়ে যাবতীয় কার্যক্রম

বরাদ্দ প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব অগ্রাধিকার ভিত্তিতে প্রদান

০৪.

হজ্জ সংক্রান্ত ও অন্যান্য ধর্মীয় কার্যাবলি

হজ্জ গমনেচ্ছু ব্যক্তিগণ নির্ধারিত তারিখের মধ্যে হজ্জ আবেদন ফরম পূরণ করে ব্যাংক ড্রাফট, ছবি, নিজ ঠিকানা সম্বলিত খাম ও ডাক টিকেটসহ হজ্জের আবেদন ফরম ও আন্তর্জাতিক পাসপোর্ট এ শাখায় জমা প্রদান করেন।

নির্ধারিত তারিখের মধ্যে হজ্জের আবেদন পত্রগুলি হজ্জ অফিস, ঢাকায় প্রেরণ করা হয় এবহজ্জ যাত্রীদের তালিকা পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা ও সিভিল সার্জন, টাঙ্গাইল বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।

০৫.

মহিলা বিষয়ক, কুটিরশিল্প, বিসিক ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম সম্পাদন

মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম এবং কুটিরশিল্প, বিসিক শিল্পনগরী ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম তদারকি।

­-

-

০৬.

স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম

মন্ত্রণালয় হতে চাহিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত তথ্য সিভিল সার্জন, টাঙ্গাইল এর নিকট হতে সংগ্রহপূর্বক প্রেরণ।

­-

­-

০৭.

ক্রীড়া , সাংস্কৃতিক ও শিল্পকলা একাডেমী বিষয়ক কার্যক্রম

মন্ত্রণালয় হতে চাহিত ক্রীড়া বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত তথ্য জেলা ক্রীড়া অফিস, টাঙ্গাইল হতে সংগ্রহপূর্বক প্রেরণ এবং শিল্পকলা একাডেমী সুষ্ঠু ব্যবহার তদারকি ও নির্দেশনা প্রদানসহ নির্ধারিত ভাড়ার বিনিময়ে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদান।

 


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

- বার্তা বা পত্রাদি গ্রহণ এবং ইস্যু করা।
- রাষ্ট্রীয় বিভিন্ন দিবস উদযাপন সংক্রান্ত কার্যক্রম।
- স্ট্যাম্পের হিসাব সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম।
- মুক্তিযোদ্ধা বিষয়ক কার্যক্রম।
- প্রেস ও প্রকাশনা সংক্রান্ত কার্যক্রম।
- শিল্পকলা সংক্রান্ত কার্যক্রম।
- কৃষি পুনর্বাসন, মৎস্য সংরক্ষণ সাধারণ অডিট (উপজেলা) সংক্রান্ত সেবা।
- শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।


যোগাযোগ

কক্ষ নম্বর ২২১, জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল ।


অন্যান্য

0


ছবি
www.tangail.gov.bd/dcoffice_section/88fa1324_2015_11e7_8f57_286ed488c766/Ordinary22222222222.gif
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা