Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আইসিটি সেল
বিস্তারিত

জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল এর নীচ তলায় ১০৬ নং কক্ষে জেলা ই সেবা কেন্দ্র অবস্থিত। এটি জেলা প্রশাসকের ফ্রন্টডেস্ক। এখানে আইসিটি সেল ও পত্র গ্রহণ কেন্দ্র রয়েছে।


চলতি প্রকল্পসমূহ

NESS

Learning & Earning

Bari Boshe Borolok

Frelancer To Entreprenur


কার্যক্রম
  • জেলা পোর্টালেরআপডেট, সংযোজন-বিয়োজন হালনাগাদকরণ এবংউপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল তৈরীতে সহায়তাপ্রদান,প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থাকরণ।
  • উপজেলা কমিউনিটি ই-সেন্টার স্থাপন ও তদারকি।
  • ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন ও সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত কম্পিউটার যন্ত্রাংশ বিতরণ এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণ।
  • শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণ।
  • জেলা ই-সেবা কেন্দ্র স্থাপন ও এ কার্যক্রমে এ কার্যালয়ের সকল শাখাকে কারিগরি সহায়তা প্রদান।
  • উপজেলা ই-সেবা কেন্দ্র স্থাপন এবং প্রয়োজনে কারিগরি সহায়তা প্রদান
  • ডিআইসিটিসি স্থাপন।
  • ইউআইসিটিসি স্থাপন।
  • ভিডিও কনফারেন্সিং এবং ই-মেইল এর মাধ্যমে ঊর্দ্ধতন অফিসের সাথে যোগাযোগ এর ব্যবস্থাকরণ।
  • এ কার্যালয়ের বিভিন্ন কম্পিউটার সামগ্রীসহ ল্যান স্থাপন, মেইনটেনেন্স, ট্রাবলসুটিং এবং তদারকিকরণ।
  • ডিজিটাল উদ্ভাবনী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন।
  • জেলা প্রশাসকের কার্যালয়ে Ness নেস এর মাধ্যমে ই-ফাইলিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষে এ কার্যালয়ের সকল শাখাকে কারিগরি সহায়তা প্রদান, প্রশিক্ষণ প্রদান।
  • জেলার অন্যান্য সরকারী অফিসসহ উপজেলা পর্যায়ে NESS কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান।
  • গণ সচেতনতামূলক ডিজিটাল/তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ/কর্মশালা/অবহিতকরণ সভা আয়োজন করা।
  • এ কার্যালয়ের রেকর্ডরুম এর বিদ্যমান মৌজা সমূহের (সিএস, আরএস, পর্চা) খতিয়ানের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদান।
  • তদুপরি বর্তমান সরকারের বিভিন্ন ডিজিটাল কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান।

যোগাযোগ

কক্ষ নম্বর ১০৬, জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল।
ফোন নম্বর: +৮৮০২৯৯৭৭১৪৯১৫; মেইল: acicttangail@mopa.gov.bd


অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা