“নদী চর খাল বিল গজারির বন; টাঙ্গাইল শাড়ি তার গরবের ধন”
টাঙ্গাইল জেলা ব্র্যান্ডবুক (২য় সংস্করণ) পেতে ক্লিক করুন
একনজরে টাঙ্গাইল জেলা
ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ টাঙ্গাইল বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা । ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠিত হয় । টাঙ্গাইল নাম নিয়ে বিভিন্ন জনশ্রুতি থাকলেও ইতিহাসবিদদের মতে টান আইল অর্থাৎ উঁচু আইল থেকে টাঙ্গাইল নামের উদ্ভব হয়েছে। টাঙ্গাইল জেলার পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ, উত্তরে জামালপুর এবং দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা। রাজধানী শহরের নিকবর্তী টাঙ্গাইল জেলার আয়তন ৩৪২৪ বর্গ কিলোমিটার। প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যূষিত এ জেলায় ১২টি উপজেলা, ১১টি পৌরসভা, ১১৮টি ইউনিয়ন এবং ২৫১৬টি গ্রাম রয়েছে। এই জেলায় রয়েছে যমুনা, ধলেশ্বরী, বংশাই, ঝিনাই নদী তীরবর্তী নিম্নভূমি, চরাঞ্চল, রয়েছে বিস্তীর্ণ উর্বর সমভূমি, ছোট-বড় পাহাড়ী টিলা আর মধুপুরের বনাঞ্চল। এ জেলার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, তেমনি সমৃদ্ধ এখানকার ইতিহাস-ঐতিহ্য। বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে এ জেলাবাসীর গৌরবময় ভূমিকা রয়েছে।
১৯৬৯ খ্রি: পর্যন্ত টাঙ্গাইল ছিল ময়মনসিংহ জেলার একটি মহকুমা। ১৯৬৯ খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। এ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত। এর মাঝ দিয়ে লৌহজং নদী প্রবাহমান। এ জেলার জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস এবং ডিসি বাংলো ১৯৬৯ সালে নির্মাণ করা হয়।
জেলা ব্র্যান্ডিং এর উদ্দেশ্য
জেলার চলমান উদ্যোগ এবং সম্ভাবনাসমূহকে বিকশিত করার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ঘটানো এবং দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে জেলাকে তুলে ধরা জেলা ব্র্যান্ডিংয়ের মূল উদ্দেশ্য।
অন্যান্য উদ্দেশ্যসমূহ -
ভিশন-২০২১ ও ২০৪১ অর্জনে জেলার সার্বিক অর্থনৈতিক কার্যক্রমকে বেগবান করা
জেলার ইতিবাচক ভাবমূর্তি বিনির্মাণের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করে তোলা
জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির লালন ও বিকাশ।
টাঙ্গাইল জেলা ব্র্যান্ডিং
বাংলাদেশের প্রত্যেকটি জেলার স্বাতন্ত্র্য এবং সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে জেলা-ব্র্যান্ডিংয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টাঙ্গাইল জেলার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে জেলাটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, উৎপাদিত পণ্য এবং এ জেলার প্রাকৃতিক সৌন্দর্যকে প্রাধান্য দেয়া হয়েছে।
জেলা ব্র্যান্ডিং এর বিষয়: টাঙ্গাইলের শাড়ী
লোগো ও ট্যাগলাইন:
“নদী চর খাল বিল গজারির বন
টাঙ্গাইল শাড়ি তার গরবের ধন”
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস