জেলা বীজ প্রত্যয়ন অফিস, টাঙ্গাইল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন বীজ উইং এর আওতাধীন একটি জেলা পর্যায়ের অফিস । ২৯ অক্টোবর- ২০১৪ খ্রিঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পূর্ণঃগঠন( রিভিজিট ) এর ফলে কিশোরগঞ্জ জেলায় নতুন অফিস স্থাপন হয় । বিসিএস কৃষি ক্যাডারের ৩ জন কর্মকর্তা ও ৩ জন কর্মচারী সমন্বয়ে এ অফিস পরিচালিত হয় । টাঙ্গাইল জেলায় সরকারি (বিএডিসি)ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত ( ধান ,পাট, গম ও আলু ) বীজের মাঠমান ও বীজমান নিয়ন্ত্রণ পূর্বক প্রত্যয়নপত্র প্রদন ও বীজের মার্কেট মনিটরিং করাই এ দপ্তরের মূল কাজ ।
কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিত করণের লক্ষে বীজ উৎপাদকগণের আবেদনের প্রেক্ষিতে বীজ মাঠ পরিদর্শণ, পরামর্শ প্রদান , মূল্যায়ন , বীজের নমুনা সংগ্রহ ও বিশেস্নষণের জন্য জাতীয় গবেষণাগারে প্রেরণ পূর্বক সমেত্মাষজনক ফলাফলের ভিত্তিতে বীজের প্রত্যয়নপত্র প্রদান করা হয় এবং বীজের মান নিয়ন্ত্রনে মার্কেট মনিটরিং করা হয় ।
ক) ঘোষিত ফসল সমূহের( ধান , গম,পাট, আলু, আখ , মেসত্মা কেনাফ ) মান সম্পন্ন বীজ উৎপাদনের লক্ষে বীজ উৎপাদনকারি প্রতিষ্ঠানের বীজ মাঠ পরিদর্শণ,মাঠমান ও বীজমান নির্ধারণ পূর্বক ট্যাগ কার্ড সরবরাহ করা ।
খ) বীজের গুণগতমান নিয়ন্ত্রণ ও নিশ্চিতকরণের লক্ষে বীজ ডিলার দোকান পরিদর্শণ করা ;
গ) বীজ মার্কেট মনিটরিং এবং বীজের নমুনা সংগ্রহ পূর্বক পরীক্ষার জন্য কেন্দ্রীয় পরীক্ষাগারে প্রেরণ ।
ঘ) নকল, ভেজাল ও নিমণমানের বীজ বাজারজাতকরণ প্রতিরোধে বীজ আইন প্রতিপালন ।
ঙ) গবেষণাগার কর্তৃক ফসলের নতুন জাত অবমুক্ত করণে যাচাই এ অংশ গ্রহন করা ।
চ) মান সম্পন্ন বীজ উৎপাদন ও ব্যবহার বিষয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধি কল্পে প্রশিক্ষণ প্রদান করা ।
কার্যাবলীঃ ক) বীজ মাঠ পরিদর্শণ ও পরামর্শ প্রদান ।
খ) বীজের মাঠমানের প্রত্যয়রপত্র প্রদান ।
গ) বীজ গুদাম পরিদর্শণ ও বীজের নমুনা সংগ্রহ ও কেন্দ্রীয় গবেষণাগারে প্রেরণ ।
ঘ) সমেত্মাষজনক ফলাফল প্রাপ্ত বীজের ট্যাগ কার্ড প্রদান ।
ঙ) বীজমান নিয়ন্ত্রণে মার্কেট মনিটরিং করা ।
জেলা বীজ প্রত্যয়ন অফিস , বীপ্রএ , বকুলতলা, স্টেডিয়াম রোড, টাঙ্গাইল-১৯০০ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস