Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা বীজ প্রত্যয়ন অফিসারের কার্যালয়
বিস্তারিত

জেলা বীজ প্রত্যয়ন অফিস, টাঙ্গাইল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন বীজ উইং এর আওতাধীন একটি জেলা পর্যায়ের অফিস ।  ২৯ অক্টোবর- ২০১৪ খ্রিঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পূর্ণঃগঠন( রিভিজিট ) এর ফলে কিশোরগঞ্জ জেলায় নতুন অফিস স্থাপন  হয় । বিসিএস কৃষি ক্যাডারের ৩ জন কর্মকর্তা ও ৩ জন কর্মচারী সমন্বয়ে এ অফিস পরিচালিত হয় । টাঙ্গাইল  জেলায় সরকারি (বিএডিসি)ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত ( ধান ,পাট, গম ও আলু ) বীজের মাঠমান ও বীজমান নিয়ন্ত্রণ পূর্বক প্রত্যয়নপত্র প্রদন ও বীজের মার্কেট মনিটরিং করাই এ দপ্তরের মূল কাজ ।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ সরবরাহ  নিশ্চিত করণের লক্ষে বীজ উৎপাদকগণের আবেদনের প্রেক্ষিতে  বীজ মাঠ পরিদর্শণ, পরামর্শ প্রদান , মূল্যায়ন , বীজের নমুনা সংগ্রহ ও বিশেস্নষণের জন্য জাতীয় গবেষণাগারে প্রেরণ পূর্বক সমেত্মাষজনক ফলাফলের ভিত্তিতে  বীজের প্রত্যয়নপত্র প্রদান  করা হয় এবং বীজের মান নিয়ন্ত্রনে  মার্কেট মনিটরিং করা হয় ।

সিটিজেন চার্টার

ক) ঘোষিত ফসল সমূহের( ধান , গম,পাট, আলু, আখ , মেসত্মা কেনাফ )  মান সম্পন্ন বীজ উৎপাদনের লক্ষে বীজ উৎপাদনকারি প্রতিষ্ঠানের বীজ মাঠ পরিদর্শণ,মাঠমান ও বীজমান নির্ধারণ পূর্বক ট্যাগ কার্ড সরবরাহ করা ।

খ) বীজের গুণগতমান নিয়ন্ত্রণ ও নিশ্চিতকরণের লক্ষে বীজ ডিলার দোকান পরিদর্শণ করা ;

গ) বীজ মার্কেট মনিটরিং এবং  বীজের নমুনা সংগ্রহ পূর্বক  পরীক্ষার জন্য কেন্দ্রীয় পরীক্ষাগারে প্রেরণ ।

ঘ) নকল, ভেজাল ও নিমণমানের বীজ বাজারজাতকরণ প্রতিরোধে বীজ আইন প্রতিপালন ।

ঙ) গবেষণাগার কর্তৃক ফসলের নতুন জাত অবমুক্ত করণে যাচাই এ অংশ গ্রহন করা ।

চ) মান সম্পন্ন বীজ উৎপাদন ও ব্যবহার বিষয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধি কল্পে প্রশিক্ষণ প্রদান করা  ।

সাধারণ তথ্য

কার্যাবলীঃ  ক) বীজ মাঠ পরিদর্শণ ও পরামর্শ প্রদান ।

                  খ) বীজের মাঠমানের প্রত্যয়রপত্র প্রদান ।

                  গ) বীজ গুদাম পরিদর্শণ ও বীজের নমুনা সংগ্রহ ও কেন্দ্রীয় গবেষণাগারে প্রেরণ ।

                  ঘ) সমেত্মাষজনক ফলাফল প্রাপ্ত বীজের ট্যাগ কার্ড প্রদান ।

                  ঙ) বীজমান নিয়ন্ত্রণে মার্কেট মনিটরিং করা ।

যোগাযোগ

জেলা বীজ প্রত্যয়ন অফিস , বীপ্রএ , বকুলতলা, স্টেডিয়াম রোড, টাঙ্গাইল-১৯০০ ।