Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) বিএডিসি, টাংগাইল সার্কেল, টাংগাইল। বিএডিসি, সেচ কমপ্লেক্স, বইল্লা, টাংগাইল।
ছবি
ডাউনলোড
সিটিজেন চার্টার

১। বিএডিসি’র সিটিজেন চার্টার ক্ষুদ্রসেচ দপ্তর থেকে দেওয়া সেবা সমূহ

v      সেচ যন্ত্র (গভীর নলকূপ, অগভীর নলকূপ, শক্তিচালিত পাম্প) মেরামত ও রক্ষণাক্ষেণের উপর কৃষকদের কারিগরী পরামর্শ প্রদান ও ক্ষেত্রবিশেষে মেকানিক সার্ভিস প্রদান করা।

v      কৃষকদের চাহিদার ভিত্তিতে সেচযন্ত্র বৈদ্যুতিকরণ।

v      অচল/ অকেজো গভীর নলকূপ মেরামত ও পূর্নবাসন করতঃ সেচকাজে ব্যবহার উপযোগী করা।

v      সেচ খরচ কমানোর লক্ষ্যে চাষী পর্যায়ে আধুনিক সেচ প্রযুক্তি হস্তান্তর করা।

v      সেচ স্কীমে পাকা সেচনালা, ভূ- উপরিস্থ/ ভূগর্ভস্থ, সেচনালা, কালর্ভাট, ফ্লুম, ডিসচার্জ বক্স নির্মাণ করা।

v      ভূপরিস্থ পানি সেচ ও গৃহস্থালী কাজে ব্যবহারের নিমিত্তে সংযোগ খাল/ নালা ও পাহাড়ী ছড়া পুনঃ খনন/ সংস্কার করা এবং উহাতে ক্রসড্যাম রেগুলেটর, স্লুইচ গেট, সাইফন, স্পিলওয়ে, ফুটব্রীজ ইতা্যাদি নির্মাণ করা।

v      সেচযন্ত্রের মালিক/ম্যানেজার/অপারেটর/ফিল্ডম্যান/কৃষকদের সেচযন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণ এবং পানি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান।

v      আর্সেনিক ও অন্যান্য ক্ষতিকারক উপাদানের প্রভাব থেকে শস্য, গবাদিপশু ও জনগনকে নিরাপদ রাখতে নিয়মিত ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠাস্থ পানির গুনাগুন পরীক্ষা করা।

v      স্বয়ংক্রিয় যন্ত্র দ্বারা বর্ষব্যাপি ভূগর্ভস্থ স্থিতিশীল পানিতল মনিটর করা ও জনসাধারণকে অবহিত করা।

v      সেচ মৌসুমে সেচযন্ত্রের জরিপ করা, ডিজেল ও বিদ্যুৎ পরিস্থিতি পর্যক্ষেণ করা।

যোগাযোগ

তত্তাবধায়ক প্রকৌশলি(ক্ষুদ্রসেচ), বি এ ডি সি, টাংগাইল সার্কেল, বইল্লা ,টাংগাইল