টাংগাইল শহর সংলগ্ন বিশ্বাস বেতকা এলাকায় টাংগাইল- ঢাকা সড়কের পার্শ্বে ১.৯৯ একর জায়গা নিয়ে অফিসটি অবস্থিত। টাংগাইল জেলার ১২টি উপজেলা পোস্টঅফিস ও সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলাসহ সর্বমোট ২৮৯ টি বিভিন্ন শ্রেণীর পোস্ট অফিসের প্রশাসনিক কর্মকান্ড এ অফিস হতে নিয়ন্ত্রিত হয়। দপ্তর প্রধানের পদবী হচ্ছে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (সিনিয়র স্কেলভুক্ত কর্মকর্তা)। তবে টাংগাইল হেড পোস্টঅফিসসহ অন্য ১০টি বিভিন্ন শ্রেণীর পোস্ট অফিসের প্রশাসনিক কর্মকান্ড টাংগাইল হেড পোস্ট অফিস এর সহকারী পোস্ট মাস্টার জেনারেল কর্তৃক নিয়ন্ত্রিত হয়
সাধারন চিঠি
নাই
টাংগাইল বাস স্টেশন হতে পুর্ব দিকে ১কিমি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস