মন্ত্রনালয়ঃ যোগাযোগ মন্ত্রনালয়
অধিদপ্তরঃ বিআরটিএ অধিদপ্তর ।
জেলা অফিসঃ বিআরটিএ, টাঙ্গাইল সার্কেল, টাঙ্গাইল।
সিটিজেন চার্টার।
ড্রাইভিং লাইসেন্স
অত্রাফিস থেকে সাধারণত দুই ধরণের ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়ে থেকে যেমন পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। এই ক্ষেত্রে গ্রহকগণকে প্রথমে লার্নার কার্ড করতে হয় এবং এর জন্য চেয়্যারমন এর পরিচয় পত্র, ভোটার আইডি কার্ডকপি, শিক্ষাগত সনদের কপি, রক্তের গ্রুপ ও মেডিক্যাল সনদের কপিসহ প্রয়োজনীয় ফিস জমা সাপেক্ষে লার্নার কার্ড সংগ্রহ করতে হয়। পরবর্তীতে লার্নারের মেয়াদ দুইমাস পূর্ন হওয়ার পর ড্রাইভিং বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রাদি ও ফিস জমা সাপেক্ষে আবেদন জমার মাধ্যমে ড্রাইভিং লাইসেনেসর সম্পন্ন করতে হবে।
গাড়ির রেজিস্ট্রেশন।
যে কোন মোটরকার রেজিস্ট্রেশনের জন্য শোরুম থেকে প্রদত্ত কাগজপত্র (যেমন সেলস রিসিপ, গেটপাশ, ইনভয়েজ, বিল অব এন্ট্রি, বিল অব লেডিং, পেকিং লিস্ট, এলসিএ কপি ইত্যাদি) ভোটার আইডি কার্ডের ফটোকপি ও তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং প্রয়োজনীয় সরকারী ফিস জমা সাপেক্ষে আবেদন করতে হয়।
রুট পারমিট।
গাড়ির রেজিস্ট্রেশন হওয়ার পরে রুট পারমিটের জন্য আবেদন করতে হয়। এই ক্ষেত্রে আরটিসি’র অনুমোদনের সাপেক্ষে গাড়ির রুট পারমিট ইস্যু করা হয়। রুট পারমিটের জন্য আবেদন পত্র , নিয়োগপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সকল অন্যান্য কাগজ হালনাগাত থাকতে হবে।
গাড়ির ফিটনেস
গাড়ি প্রতিবছর ফিটনেস করতে হয়। এই ক্ষেতে ফিটনেস পাওয়ার জন্য আয়কর প্রদান, রুট পারমিট, ট্যাক্সটোকেন হালনাগাত থাকলে প্রয়োজনীয় ফিস জমা সাপেক্ষে গাড়ি পরিদর্শনপূর্বক ফিটনেস সনদ প্রদান করা হয়।
ট্যাক্সটোকেন
প্রতিবছর সরকার নির্ধারিত ফিস সংশ্লিষ্ট ব্যাংকে জমা প্রদান করে গাড়ির ট্যাক্স টোকেন সংগ্রহ করতে হয়।
মালিকানা পরিবর্তন
গাড়ির মালিক যদি তার গাড়ি বিক্রি করতে ইচ্ছুক থাকেন তাহলে বিক্রি করে দিত্বীয় মালিকের নামে গাড়ির কাগজ করে দিতে পারবেন। এই ক্ষেত্রে গাড়ির পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রাদি হালনাগাত করতঃ সরকার নির্ধারিত ফিস জমা সাপেক্ষে গাড়ির মালিকানা পরিবর্তন করতে পারবেন।
প্রতিলিপি প্রদান
যদি গাড়ির মালিক তার গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র কোন কারণে হারিয়ে ফেলেন বা নষ্ট করে ফেলেনে এই ক্ষেত্রে উক্ত গাড়ির সকল কাগজের প্রতিলিপি নিতে পারবেন। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় জিডি এন্ট্রি, ট্রাফিক ক্লেয়ারেন্স, প্রয়োজনীয় কাগজপত্র ও ফিস জমা প্রদানের মাধ্যমে প্রতিলিপি নিতে পারবেন।
অন্তর্ভূক্তি ও ছাড়পত্র
গ্রাহকগণ তাদের সুবিধার জন্য এক জেলা থেকে অন্য জেলায় গাড়ির সকল কাগজপত্র স্থানান্তর করতে পারবেন। এই ক্ষেত্রে প্রয়োজনীয় ফিস জমা , গাড়ির পরিদর্শন, ও কাগজপত্র জমা প্রদানের মধ্যমে গাড়ির কাগজপত্র অন্তর্ভূক্তি ও ছাড়পত্র নিতে পারেবন।
সহকারী পরিচালক(ইঞ্জিঃ) বিআরটিএ, টাঙ্গাইল সার্কেল কোর্ট বিল্ডিং টাঙ্গাইল। ফোন- ৬২৮২৯ বাস টার্মিনাল থেকে রিকসা বা গাড়ী যোগে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস