Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত......
বিস্তারিত

যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গত ৮ সেপ্টেম্বর ২০১৪ টাঙ্গাইলে আমত্মর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

সকাল ন’টায় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে ভাসানী মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন। র‌্যালিশেষে ভাসানী মিলনায়তনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়েজীদ খান, বিন্দুবাসিনী সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে মোঃ আব্দুল করিম ও মোঃ রেজুয়ান, টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক জাফর আহমেদ ও যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক আবুল কালাম মোস্তফা লাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক একেএম বজলুর রশীদ তালুকদার।

আলোচনা সভাশেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি
ছবি
ডাউনলোড