যথাযোগ্য মর্যাদা, পূর্ণ ভাবগাম্ভীর্য ও সাড়ম্ভরপূর্ণভাবে টাঙ্গাইলে গত ০৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠিানিক শিক্ষা বুরোর আয়োজনে কর্মসূচীর মধ্যে ছিল রচনা প্রতিযোগীতা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। ঐদিন সকাল ৯ টায় শহীদ স্মৃতি পৌর উদ্যোন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের মূল সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে ভাসানী মিলনায়তনে গিয়ে শেষ হয়। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, জেলা রোভার স্কাউট, এনজিওকর্মী, সাংবাদিক বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ র্যালিতে অংশগ্রহণ করেণ।
র্যালিশেষে সকাল ১০ টায় ভাসানী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জহিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা মাহফুজা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লায়লা খানম, জেলা শিক্ষা অফিসার, মোঃ আব্দুল করিম, প্রধান শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও মোঃ রেজুয়ান , প্রধান শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন আবুল কালাম মোস্তফা লাবু, সম্পাদক এনজিও ফেডারেশন, টাঙ্গাইল, মুনীর হোসাইন, জেলা ব্র্যাক প্রতিনিধি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন একেএম বজলুর রশীদ তালুকদার, সহকরী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস