জেলা প্রশাসক, টাঙ্গাইল হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য বিশেষ সম্মানের। আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূতিকাগার, তারও আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ফকির সন্ন্যাসী বিদ্রোহের অংশ হয়ে ওঠা, লোকসংস্কৃতি আর ঐতিহ্যের অনন্য উদাহরণ আমাদের এই টাঙ্গাইল জেলা। ধনবাড়ি থেকে শুরু করে নাগরপুর পর্যন্ত এ জেলার পথে প্রান্তরে বিস্তৃত হয়ে রয়েছে আমাদের পূর্বপুরুষগণের অসমসাহসী গৌরবময় বীরত্বগাথা, ছড়িয়ে রয়েছে প্রাচীন পাল আমল সেন আমলের অমূল্য স্মৃতিচিহ্নসমূহ, সম্পৃক্ত রয়েছে নানাবিধ লোক ঐতিহ্যের মূল্যবান স্মারক। আবহমানকাল ধরে এ জেলার তাঁতশিল্প, কাঁসা ও পিতল শিল্প, মিষ্টি ও মিষ্টিজাত খাদ্যদ্রব্য ইত্যাদি সারাদেশে সকলের নিকট সমাদৃত হয়ে চলেছে।
মো: কায়ছারুল ইসলাম
জেলা প্রশাসক
টাঙ্গাইল।
সর্বশেষ আপডেট: ১০.০৮.২০২৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস