Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

 

 

 

জেলা প্রশাসক, টাঙ্গাইল হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য বিশেষ সম্মানের। আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূতিকাগার, তারও আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ফকির সন্ন্যাসী বিদ্রোহের অংশ হয়ে ওঠা, লোকসংস্কৃতি আর ঐতিহ্যের অনন্য উদাহরণ আমাদের এই টাঙ্গাইল জেলা। ধনবাড়ি থেকে শুরু করে নাগরপুর পর্যন্ত এ জেলার পথে প্রান্তরে বিস্তৃত হয়ে রয়েছে আমাদের পূর্বপুরুষগণের অসমসাহসী গৌরবময় বীরত্বগাথা, ছড়িয়ে রয়েছে প্রাচীন পাল আমল সেন আমলের অমূল্য স্মৃতিচিহ্নসমূহ, সম্পৃক্ত রয়েছে নানাবিধ লোক ঐতিহ্যের মূল্যবান স্মারক। আবহমানকাল ধরে এ জেলার তাঁতশিল্প, কাঁসা ও পিতল শিল্প, মিষ্টি ও মিষ্টিজাত খাদ্যদ্রব্য ইত্যাদি সারাদেশে সকলের নিকট সমাদৃত হয়ে চলেছে।


সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো বিধি-বিধানের আলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা টাঙ্গাইল জেলার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি বিষয়ে অর্থবহ ভূমিকা রাখতে অঙ্গীকারাবদ্ধ। আমাদের এই আন্তরিক প্রচেষ্টায় জেলা প্রশাসন, টাঙ্গাইল সকলের সহযোগিতা প্রত্যাশা করে।

মো: কায়ছারুল ইসলাম
জেলা প্রশাসক
টাঙ্গাইল।

সর্বশেষ আপডেট: ১০.০৮.২০২৩