Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা আই.সি.টি কেন্দ্র

সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্ণিমানে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ডিআইসিটিসি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন “ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওর্য়াক ফর বাংলাদেশ গভর্ণমেন্ট (বাংলাগভনেট)” শীর্ষক প্রকল্পের একজন সহকারী প্রোগ্রামার ও একজন কম্পিউটার অপারেটর সার্বক্ষনিক জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ডিআইসিটিসিতে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এছাড়াও বাংলাগভনেট প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীগণ জেলা প্রশাসনকে নিন্মোক্ত কাজে সার্বক্ষনিক সহায়তা প্রদান করে যাচ্ছেন:

১। জেলা ই-সেবা সিস্টেম পরিচালনায় সহায়তা প্রদান।

২। National E-Service System (NESS) পরিচালনা পরিচালনায় সহায়তা প্রদান।

৩। জেলা প্রশাসকের কার্যালয়ে ল্যান স্থাপন ও তদারকি।

৪। জেলা, উপজেলা ও ইউনিয়নের ওয়েব পোর্টাল স্থাপন ও হালনাগাদকরণ কার্যক্রম তদারকি করা।

৫। এনজিও পোর্টাল পরিচালনা করা।

৬। উপজেলা পর্যায়ে ইনফো সরকার এর কার্যক্রম পরিচালনা ও সকল সরকারী অফিসসমূহকে একটি ইন্ট্রানেট এর আওতায় আনয়নের প্রেক্ষিতে পরিচালনায় সহায়তা প্রদান।

৭। জেলা প্রশাসন ও অন্যান্য মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পরিচালনা করা।

৮। জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভার রুম এর সার্ভার সহ কার্যালয়ের অন্যান্য কম্পিউটার এর কারিগরি ও সফটওয়্যারগত সমস্যা দূরীকরণে পরামর্শ প্রদান।

৯। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভিডিও কনফারেন্স পরিচালনায় সহায়তা প্রদান।

১০। ইউ আই এস সি র বিভিন্ন সার্ভিস চালুকরণ বিষয়ে পরামর্শ প্রদান।

১১। ইউ আইএসসি এর উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা।