Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার্কিট হাউজ

সার্কিট হাউসের পটভূমিঃ

যোগাযোগঃ ঢাকা ময়মনসিংহ সড়ক ও সামসুলহক তোরনের পশ্চিম পার্শ্বে এবং কালেক্টরেট ভবনের পূর্ব পার্শ্বে অবস্থিত। ঢাকা ময়মনসিংহ সড়ক ও সামসুল হক তোরনের পশ্চিম দিকে প্রায় ২০০ গজ ভিতরে।

(ক) টেলিফোনঃ  ০৩টি। (ক) ৫৩০৩০(খ) ৫৩৩৬৮(গ) ৫৪০৮৬

(খ) কর্মকর্তার নামঃ মো: মাসুম রেজা

(গ) পদবীঃ নেজারত ডেপুটি কালেক্টর

আবাসন সুবিধা রুম ভাড়াঃ

. রুম নং নামঃ ১।যমুনা, ২।বৈরান, ৩।ঝিনাই, ৪।ধলেশ্বরী, ৫।লৌহজং, ৬।গড়াই, ৭।বংশী ও ৮।তুরাগ

২. ভিআইপি/ননভিআইপিঃ(ক) ভিআইপি-০২(দুই) টিকক্ষ, (খ) নন-ভিআইপি-০৬(ছয়) টিকক্ষ।৩. এসি/ননএসি(ক) এসি-ভিআইপি দু’টি কক্ষে এসি সংযোজিত। 

৪. আসবাবপত্রঃ(ক) ভিআইপি-কক্ষনং-১=টেলিফোন, টিভি, ড্রেসিংটেবিল, আলমীরা, সোফাসেট,

চেয়ার-টেবিল, নামাজের চৌকি ও গ্রীজার।

(খ) ভিআইপি-কক্ষনং-২ = টেলিফোন, ড্রেসিং টেবিল, সোফাসেট, চেয়ার-টেবিল,

নামাজের চৌকি ও গ্রীজার।

(গ) নন-ভিআইপি কক্ষ সমূহঃ বৈরান ও ঝিনাই= এক সেট করে সিঙ্গেল সোফা, ড্রেসিং টেবিল ও চেয়ার-টেবিল।

(ঘ) লৌহজং, গড়াই, বংশী ও তুরাগ=ড্রেসিং টেবিল ও চেয়ার-টেবিল।

৫. রুমের অন্যান্য সুবিধাঃ--------

৬. রুমের ভাড়াঃ তালিকা সংযুক্ত।

অন্যান্য সুবিধাঃ

১. কনফারেন্স রুম ক্ষমতা সহঃ কনফারেন্স রুম ০১ (এক) টিএসি সংযোজিত। প্রায়৭০(সত্তর) জন (অতিরিক্ত চেয়ার সংযোজন করে)।

২. কম্পিউটার ব্যবহারঃনেই।

৩. টিভি দেখার সুবিধাঃ নেই।

৪. বেক-আপজেনারেটরঃ নেই।

উপরোল্লিখিত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানাচ্ছিযে, সরকার দেশের সকল সার্কিট হাউস ও রেষ্টহাউসের কক্ষের ভাড়া নিম্নরূপঃ

 

পুননির্ধারিতভাড়ারহার(দৈনিক)

যাদেরজন্যপ্রযোজ্য

অবস্থানকাল

১শয্যাবিশিষ্টকক্ষ

২শয্যাবিশিষ্টকক্ষ

 

সরকারী কর্মকর্তা/

অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা।

১-৩ দিন পর্যন্ত

৪-৭ দিন পর্যন্ত

৭ দিনের উর্ধে

৯০

১৩০

৪০০

১৩০

১৮০

৫০০

 

সংবিধিবদ্ধ সংস্থা/সেক্টর কর্পোরেশন/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা।

১-৩ দিন পর্যন্ত

৪-৭ দিন পর্যন্ত

৭ দিনের উর্ধে

১১০

১৬০

৪৪০

১৬০

২৪০

৬৪০

 

বে-সরকারী ব্যক্তিবর্গ/কর্মকর্তা

থাকার সময় নির্বিশেষে

১০০০

১৪০০

 

 

খ।জেলা প্রশাসকের ব্যবস্থাধীনে যদি কোন সংস্থার/বিভাগের রেষ্টহাউস কোন সরকারি কর্মকর্তা/ব্যক্তি বর্গকে বরাদ্দদেয়া হয়, সেক্ষেত্রে ব্যবহারকারীর নিকট হতে সার্কিট হাউসের জন্য প্রযোজ্য হারে ভাড়া আদায় করতে হবে।

গ।এক শয্যা বিশিষ্ট কক্ষের অভাবে কোন কর্মকর্তা/কক্ষ ব্যবহারকারীকে যদি দুই শয্যা বিশিষ্ট কক্ষ বরাদ্দদেয়া হয়, সেক্ষেত্রে এক কক্ষের জন্য প্রযোজ্য হারে ভাড়া আদায় করতে হবে।

ঘ।বিচারপতি, সংসদ সদস্য গণের জন্য সরকারীকর্মকর্তা/অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তাদের জন্য আরোপিত ভাড়ার হার প্রযোজ্য হবে।

২।এই নতুন ভাড়ারহার অবিলম্বে কার্যকর হবে।