সন্তোষ, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল
১। মহাখালি বাসস্ট্যান্ড থেকে নিরালা, ঝটিকা, ধলেশ্বরীসহ বিভিন্ন বাসে ২৫০ টাকা ভাড়ায় এবং
কল্যানপুর থেকে সোনিয়া, সকাল-সন্ধ্যা, সার্বিক বাসে ৪০০ টাকা ভাড়ায় টাঙ্গাইল আসা যায়।
২। টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে রিকশা অথবা অটোরিকশায় পৌছাতে পারবেন।
উপমহাদেশের অন্যতম এই রাজনৈতিক ব্যক্তিত্ত্ব মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তৎকালীন ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৬ বছর বয়সে মারা যান। তাকে সমাধিস্থ করা হয় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় প্রাঙ্গনে।
মাওলানা ভাসানীর মাজারের দুটি প্রবেশদ্বারে তাঁর রাজনৈতিক জীবনের বেশ কিছু রাজনৈতিক সংগ্রামের ইতিহাস বর্ণনা করা রয়েছে। প্রবেশদ্বার অতিক্রম করে মাজার প্রাঙ্গনে প্রবেশমাত্রই বাঁপাশে একটি বটবৃক্ষ লক্ষ্য করা যায়। যেটি ১৯৭৫ সনে নিজ হাতে রোপন করেছিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী।
এরপরই রয়েছে মসজিদ এবং তাঁর পাশের সমাধিস্থল। উঁচু ছাদ এবং বিস্তৃত জায়গা নিয়ে এই মাজার। তাঁর পাশে শায়িত আচনেন তাঁর প্রিয়তমা স্ত্রী আলেমা খাতুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস