ঝাওয়াইল, গোপালপুর
মহাখালী- ঢাকা থেকে ৪০০-৫০০ টাকা ভাড়ায় ঢাকা-গোপালপুর সরাসরি বাস রয়েছে । গোপালপুর থেকে ৪০-৫০ টাকা ভাড়ায় ভ্যান/ সিএনজি/ ইজি বাইক এ মসজিদে যাওয়া যায়। ঢাকা থেকে ট্রেনে টাঙ্গাইল এসে, টাঙ্গাইল থেকে গোপালপুরগামী বাসের মাধ্যমে মসজিদে পৌঁছানো সম্ভব।
দক্ষিণ পাথালিয়া, ঝাওয়াইল চাটুটিয়া রাস্তা, 1991,ঝাওয়াইল, গোপালপুর, টাঙ্গাইল, বাংলাদেশ
ফোন 1: 01753-895568
ফোন 2: 01711-346290
ওয়েবসাইট: https://masjidmedia.business.site/
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত দুইশত এক গম্বুজ মসজিদটি আধুনিক সময়ের চমৎকার স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন । ২০১৩ সালের জানুয়ারি মাসে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। ১৫ বিঘা জমির উপর মসজিদটি নির্মিত হয়েছে। অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে একাশি ফুত উচ্চতার একটি গম্বুজ রয়েছে যার চারপাশে সতের ফুট উচ্চতার ছোট ছোট গম্বুজ আছে ২০০ টি। দ্বিতল এই মসজিদে এক সঙ্গে পনের হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের ভিতরের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ পবিত্র কোরআন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস