Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা উন্নয়ন বার্তা
উন্নয়ন বার্তা-২০১৫
 
সম্পাদকীয়ঃ
তাঁত, চমচম, মধুরস অরণ্য ইতিহাস-ঐতিহ্যে টাঙ্গাইল অনন্য। দেশের অন্যতম জেলা টাঙ্গাইলের উন্নয়ন কর্মকান্ডের উল্লেখযোগ্য দিকসমূহ সংকলন পূর্বক “জেলা উন্নয়ন বার্তা” নামে একটি বার্ষিক বিশেষ সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে। টাঙ্গাইল জনপদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বর্তমান আর্থসামাজিক উন্নয়নের চালচিত্র, স্থাপনা উন্নয়ন, জনকল্যাণমূখী উদ্ভাবন প্রভৃতি বিষয় তুলে ধরার প্রয়াস রয়েছে এ উন্নয়ন বার্তায়। বিশেষ করে জেলার বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্ত্বশাসিত বিভাগ ও দপ্তরের সেবা কার্যক্রম সমূহ সম্পর্কে জনগণকে জানতে সহায়তা করবে এ উন্নয়ন বার্তা।
 
প্রকাশনাটি বৈচিত্র্যরূদ্ধ ও সমৃদ্ধ করার জন্য প্রত্যক্ষভাবে সার্বক্ষণিক নির্দেশনা ও সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুব হোসেন মহোদয়। এ জন্য সম্পাদনা পরিষদ তাঁর নিকট কৃতজ্ঞ। এছাড়া ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণকে, যাদের প্রদত্ত তথ্য, উপাত্ত ও লেখনী দ্বারা এ প্রকাশনা সমৃদ্ধ হয়েছে। সময় স্বল্পতা হেতু প্রকাশিত এ বার্তায় কিছু অনিচ্ছাকৃত ত্রুটি থাকা স্বাভাবিক। সে দায় একান্ত আমাদের। সকলের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। তবে সুধীজনের মূল্যবান পরামর্শ আমাদের এ প্রকাশনাকে আরও সমৃদ্ধ ও ত্রুটিমুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি। আশা করছি “জেলা উন্নযন বার্তা” সন্নিবেশিত তথ্য ও বিষয়সমূহ পাঠক সমাজে সমাদৃত ও গৃহীত হবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জেলা উন্নয়ন বার্তা পড়তে লিংক হতে ডাউনলোড করুণ।