Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আর এম (রেভিনিউ মুন্সিখানা) শাখা
Citizen Service

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল।

(আর এম শাখা)

সিটিজেন চার্টার (নাগরিক সেবা প্রতিশ্রুতি)

শাখার নাম: রেভিনিউ মুন্সিখান (কক্ষ নং ২১৯)

ক্রঃ

নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ  সময় (ঘন্টা/দিন/মাস)

প্রয়োজনীয় কাগজপত্র

কাগজপত্র প্রাপ্তির স্থান

সেবামূল্য/ফি/চার্জেস (ট্রেজারি চালানের খাতে বা কোডসহ কখন, কিভাবে জমা দেওয়া যাবে তার উল্লেখ থাকতে হবে।

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা, উপজেলা কোডসহ টেলিফোন  মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস উল্লেখ করতে হবে।

উর্ধবতন কর্মকর্তা/যার কাছে অভিযোগ জানানো / আপীল করা যাবে (কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড,সহ টেলিফোন, মোবাইল নম্বর ই-মেইল এড্রেস উল্লেখ করতে হবে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জমি বিক্রয়ের অনুমতি প্রদান

প্রতিবেদন প্রাপ্তির পর ১০ (দশ) কর্মদিবসের মধ্যে

(ক) আদিবাসী সনদ

 

(খ) জমির মালিকানা  সংক্রান্ত পর্চা/দলিল

(গ) ওয়ারিশ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

(ঘ) ১(এক) কপি পাসপোর্ট সাইজের ছবি

(ঙ) ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা 

     (যদি থাকে)

(চ) নামজারী জমাভাগ হয়ে থাকলে প্রমানাদি

      ( যদি থাকে)

(ছ) ১ থেকে ৬ নং কাগজ পত্র পাওয়ার পর-

(জ) সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি)কে 

      সরকারি স্বার্থ জড়িত (ভিপি সহ) নয়

      মর্মে প্রত্যয়ন/  চিঠি প্রেরণ।

 

(ঝ) বন বিভাগকে অনাপত্তি বিষয়ে পত্র

      দেয়া।

(ঞ) ৮ ও ৯ নং পত্রের জবাবের পর

       আবেদনকারীর শুনানী নেয়া।

 

 

(ট) শুনানীর পর সহকারী কমিশনার,

      আর,এম জেলা প্রশাসকের অনুমতি

      নেয়ার জন্য উপস্থাপন।

(ঠ) হস্তান্তর অনুমতি পত্র প্রদান। 

নির্ধারিত ছাপানো ফরম। আর,এম শাখা।

বিনা মূল্যে

সিনিয়র সহকারী কমিশনার, আর, এম শাখা

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টাঙ্গাইল

ফোন: ০৯২১-৬২৩২৮ (অফিস)

আমমোক্তারনামা বৈধকরণ।

প্রতিবেদন প্রাপ্তির পর ১০ (দশ) কর্মদিবসের মধ্যে

আম-মোক্তারনামায় রি-ষ্ট্যাম্পিং এর জন্য আবেদন পাওয়ার পর আম-মোক্তার নামায় বর্ণিত তফসিলভূক্ত সম্পত্তিতে সরকারি স্বার্থ জড়িত আছে কিনা যাঁচাই করে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এবং আম-মোক্তার নামাটির  সঠিকতা যাঁচাইয়ের  জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় । বিরূপ মন্তব্য না থাকলে উভয় প্রতিবেদন পাওয়ার পর দাখিলকৃত আম-মোক্তারনামাটি রি-স্ট্যাম্পিং করা হয় ।

সাদা কাগজে আবেদন

বিনা মূল্যে

সিনিয়র সহকারী কমিশনার, আর, এম শাখা

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টাঙ্গাইল

ফোন: ০৯২১-৬২৩২৮ (অফিস)

বিনিময় সম্পত্তি অবমুক্তকরণ

প্রতিবেদন প্রাপ্তির পর ১০ (দশ) কর্মদিবসের মধ্যে

যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিনিময় দলিল ও আবেদন প্রাপ্তির  পর বিনিময় দলিলের যথার্থতা যাঁচাই ও সরকারী স্বার্থ সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির পর বিরূপ মন্তব্য না থাকলে অবমুক্তকরণের ব্যবস্থা গ্রহণ।

সাদা কাগজে আবেদন

বিনা মূল্যে

সিনিয়র সহকারী কমিশনার, আর, এম শাখা

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টাঙ্গাইল

ফোন: ০৯২১-৬২৩২৮ (অফিস)


Current Project

0


Duties

0


Contact
কক্ষ নম্বর ২১৫জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল
Others

0


Acting Officer