Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা আইসিটি কমিটি

বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৪.১০.২০০৯ খি: তারিখের বিতমোপ্রম/শাকঅ-১৩/আইটি৬২-২০০৩(অংশ-৫)-২৪১ সংখ্যক পত্রের মর্মমতে টাঙ্গাইল জেলায় আইসিটির বিকাশ ও উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নিম্ন বর্ণিত কর্মকর্তা/ব্যক্তিবর্গের সমন্বয়ে আইসিটি বিষয়ক জেলা কমিটি গঠন করা হলো।

 

মাননীয় জাতীয় সংসদ সদস্য(সকল),টাঙ্গাইল।

উপদেষ্টা

০১

জেলা প্রশাসক, টাঙ্গাইল।

আহবায়ক

০২

পুলিশ সুপার, টাঙ্গাইল।

সদস্য

০৩

উপাচার্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সন্তোষ, টাঙ্গাইল এর প্রতিনিধি

সদস্য

০৪

অধ্যক্ষ, সরকারী সা‍’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল।

সদস্য

০৫

অধ্যক্ষ, কুমুদিনী সরকারী কলেজ, টাঙ্গাইল।

সদস্য

০৬

অধ্যক্ষ, সরকারী এম এম আলী কলেজ,কাগমারী, টাঙ্গাইল।

সদস্য

০৭

উপজেলা নির্বাহী অফিসার(সকল),টাঙ্গাইল।

সদস্য

০৮

বিভাগীয় প্রকৌশলী বাংলাদেশ টেলিকমনিকেশন, টাঙ্গাইল।

সদস্য

০৯

জেলা শিক্ষা অফিসার, টাঙ্গাইল।

সদস্য

১০

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, টাঙ্গাইল।

সদস্য

১১

প্রধান শিক্ষক, বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল।

সদস্য

১২

প্রধান শিক্ষক, বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল।

সদস্য

১৩

অধ্যক্ষ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বাজিতপুর, টাঙ্গাইল।

সদস্য

১৪

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইিসটি), টাঙ্গাইল।

সদস্য-সচিব

কার্যপরিধিঃ

            কমিটি আইসিটির বিস্তার ও উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা ও সহায়তা প্রদান, ডিজিটাল বাংলাদেশ/ আইসটি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে জনসাধারণ, স্কুল, কলেজে আইসিটি বিষয়ক সচেতনতা বৃদ্ধির পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করবে। আইসিটির উন্নয়নের জন্য উপজেলা কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ/সহায়তা প্রদান করবে। প্রয়োজনে এই কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।