বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৪.১০.২০০৯ খি: তারিখের বিতমোপ্রম/শাকঅ-১৩/আইটি৬২-২০০৩(অংশ-৫)-২৪১ সংখ্যক পত্রের মর্মমতে টাঙ্গাইল জেলায় আইসিটির বিকাশ ও উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নিম্ন বর্ণিত কর্মকর্তা/ব্যক্তিবর্গের সমন্বয়ে আইসিটি বিষয়ক জেলা কমিটি গঠন করা হলো।
| মাননীয় জাতীয় সংসদ সদস্য(সকল),টাঙ্গাইল। | উপদেষ্টা |
০১ | জেলা প্রশাসক, টাঙ্গাইল। | আহবায়ক |
০২ | পুলিশ সুপার, টাঙ্গাইল। | সদস্য |
০৩ | উপাচার্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সন্তোষ, টাঙ্গাইল এর প্রতিনিধি | সদস্য |
০৪ | অধ্যক্ষ, সরকারী সা’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। | সদস্য |
০৫ | অধ্যক্ষ, কুমুদিনী সরকারী কলেজ, টাঙ্গাইল। | সদস্য |
০৬ | অধ্যক্ষ, সরকারী এম এম আলী কলেজ,কাগমারী, টাঙ্গাইল। | সদস্য |
০৭ | উপজেলা নির্বাহী অফিসার(সকল),টাঙ্গাইল। | সদস্য |
০৮ | বিভাগীয় প্রকৌশলী বাংলাদেশ টেলিকমনিকেশন, টাঙ্গাইল। | সদস্য |
০৯ | জেলা শিক্ষা অফিসার, টাঙ্গাইল। | সদস্য |
১০ | জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, টাঙ্গাইল। | সদস্য |
১১ | প্রধান শিক্ষক, বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। | সদস্য |
১২ | প্রধান শিক্ষক, বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। | সদস্য |
১৩ | অধ্যক্ষ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বাজিতপুর, টাঙ্গাইল। | সদস্য |
১৪ | অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইিসটি), টাঙ্গাইল। | সদস্য-সচিব |
কার্যপরিধিঃ
কমিটি আইসিটির বিস্তার ও উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা ও সহায়তা প্রদান, ডিজিটাল বাংলাদেশ/ আইসটি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে জনসাধারণ, স্কুল, কলেজে আইসিটি বিষয়ক সচেতনতা বৃদ্ধির পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করবে। আইসিটির উন্নয়নের জন্য উপজেলা কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ/সহায়তা প্রদান করবে। প্রয়োজনে এই কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS