গত ১৩ জুলাই, ২০১৪ খ্রি. তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ আবুল কালাম আজাদ টাঙ্গাইল জেলার সার্কিট হাউজে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী কমিশনার গনের সহিত আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রকল্প বিশেষ করে একটিবাড়ী একটি খামার নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারদের কাছে উক্ত প্রকল্পের অগ্রগতি জানতে চান। এ সময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক জনাব ডঃ প্রশান্ত কুমার রায় উপস্থিত ছিলেন।
জনগনের দোরগোড়ায় আরও দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে গৃহীত নাগরিক সেবা সমুহের বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেণ। উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এসময় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল সহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় সমুহের শ্রেণী কক্ষে মালটিমিডিয়া ব্যবহার নিয়ে আলোচনা করেণ। তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে বিভিন্ন উদ্ভুত সমস্যা সিনিয়র সচিব মহোদয়ের সম্মুখে তুলে ধরেন।
তথ্য প্রযুক্তি নির্ভর প্রশাসন গড়ে তুলার লক্ষ্যে সিনিয়র সচিব মহোদয় নিম্ন লিখিত বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
- জেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসা সমূহে বিসিসি কর্তৃক স্থাপিত মাল্টিমিডিয়া সমূহ যাতে সঠিক ভাবে ব্যবহৃত হয় সে জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ইউএনও এবং শিক্ষা অফিসার গণকে তৎপর থাকতে হবে।
- জেলা, উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টালে সকল তথ্য সঠিক ভাবে সন্নিবেশ করতে হবে ।
- সকল কর্মকর্তাকে ইনোভেশন ব্লগ এবং ফেসবুকে পাবলিক সার্ভিস ইনোভেশন গ্রুপের সদস্য হতে হবে। সরকারী সেবা সহজীকরণের জন্য প্রয়োজনীয় উদ্ভাবনী পদক্ষেপ গ্রহন করতে হবে।
- উপজেলা পর্যায়ে স্কাউট কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।
- ফৌজদারী কার্যবিধি’র আওতায় ১০৭, ১৪৪ ও ১৪৫ নং ধারার মামলা গুলো দ্রুততার সহিত নিষ্পত্তি করতে হবে।
- ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জননিরাপত্তা অধিকতর নিশ্চিত করা যায়। তাই জনস্বার্থে ভ্রাম্যমান আদালত এর আওতা বৃদ্ধি করতে হবে।
আলোচনা শেষে জেলা প্রশাসক সিনিয়র সচিব মহোদয় সহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সিনিয়র সচিব মহোদয়কে উল্লেখিত দিকনির্দেশনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS