ধলাপাড়া, ঘাটাইল, টাংগাইল।
ঘাটাইল সদর থেকে প্রায় ১২ কিঃ মিঃ পুর্বে বংশাই নদীর সন্নিকটে ধলাপাড়া চৌধুরীবাড়ী। চৌধুরীবাড়ীর গোড়াপত্তন হয় বাংলা ১২২৩ সনে। প্রথমে ছিল ছনের ছাউনী ঘর,পরে টিনের ঘর তারপর পাকা দালান। শতবষীয় চৌধুরীবাড়ীর পাকা দালান ৭/৮ একর জমির উপর অবস্থিত। চৌধুরী বাড়ীর দক্ষিন পাশে আটচালা একটি সৌখিন কাচারী ঘর এখনো পুরানো ঐতিহ্যের স্বাক্ষী হিসেবে দাড়িয়ে আছে। এ চৌধুরী বংশের কৃতি পুরুষ মরহুম জনাব আমীর আলী চৌধুরী ছিলেন ঘাটাইল থানার ২য় গ্রাজুয়েট। ১৯২৬ সনে ওকালতি পাশ করে ১৯২৭ সনে তিনি টাংগাইল বারে যোগদান করেন। পরবর্তীতে ময়মমসিংহ জেলা বোর্ড,লোকাল বোর্ড ও স্কুল বোর্ডের সদস্য হবার গৌরব অর্জন করেন। তিনি ১৯৫১ সালে টাংগাইল পৌরসভার ২য় মুসলমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ঘাটাইল থানার ধলাপাড়া চৌধুরীবাড়ীর একটি ঐতিহ্য রয়েছে।
ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ
বাংলা ১৩২৩ সালে ধলাপাড়া চৌধুরীবাড়ীর গোড়া পত্তনের প্রায় একশত বছর পর ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। ধলাপাড়া বাজারের উত্তর পার্শ্বে চৌধুরী বংশের ছমির উদ্দিন চৌধুরী ও জমির উদ্দিন চৌধুরী কর্তৃক নির্মিত পাকা চাতালসহ কারুকার্য খচিত কেনন্দ্রীয় জামে মসজিদটি আজও চৌধুরী বংশের পুরাতন ইতিহাসকে স্মরন করিয়ে দেয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS