মহেড়া, মির্জাপুর, টাংগাইল।
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার
জানা যায় ,মহেড়া জমিদার বাড়ীটিতে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় Zonal Police Training School যা পরবর্তীতে ১৯৯০ সালে Police Training Center হিসেবে আত্নপ্রকাশ করে। আর এই মহতী কাজটি ১৯৭২ সালে সম্পাদিত হয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মান্নান কর্তৃক। এখানে গমনাগমন করতে হলে ঢাকা-টাংগাইল জাতীয় মহা সড়কের জামুর্কী হতে টাংগাইল এর দিকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং টাংগাইল থেকে ঢাকার দিকে নাটিয়া পাড়া বাসস্ট্যান্ড হতে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে ডুবাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট বাস থেকে নেমে রিক্সা বা টেম্পু যোগে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে যাওয়া যায়। ঢাকা- টাংগাইল জাতীয় মহা সড়ক থেকে পূর্ব- দক্ষিণ দিকে একটু আঁকা-বাঁকা রাস্তায় প্রায় ০৪(চার) কিলোমিটার দুরুত্বে মহেড়া জমিদার বাড়ী/ মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার অবস্থিত। অতি অল্প খরচে এখানে যাতায়াত করা যায়। কোন প্রকার ফি ( টাকা পয়সা) প্রতিষ্ঠানটি দর্শন লাভ করা যায়। প্রতিষ্ঠানটি বর্তমানে সরকারের পুলিশ বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS